সম্প্রতি ডগলাস কাউন্টি হাইস্কুলের ১৭ বছর বয়সী একজন ফুটবলারের মর্মান্তিক মৃত্যু হয়। এর আগে জাইরিজ অলিভার নামে ওই খেলোয়াড় অতিরিক্ত পানি পান করেছিলেন। এটিই তার মৃত্যুর কারণ বলে নিশ্চিত হয়েছেন চিকিৎসকরা। বিষয়টিকে পানি বিষক্রিয়া বা ওয়াটার ইনটক্সিকেশন বলে উল্লেখ করেন তারা। সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দৈনিক আট গ্লাস পানি পান করা প্রয়োজন। তবে এ পরিমাণ পানি পান করতে হবে বিভিন্ন সময়ে। একবারে বেশি করে পানি পান করলে তা বিপদ ডেকে আনতে পারে। স্থান, সময় ও কর্মক্ষেত্র অনুসারে পানি পানের...

